সকলের সচেতনতা ও গণমাধ্যমের ভূমিকাই পারে সড়ক দুর্ঘটনা রোধ করতে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতায় বর্ণাঢ্য ৱ্যালি ও গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এডিবি, কেএফডাব্লিউ ও নিরাপদ সড়ক চাই’র আয়োজনে এক বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিতে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আদর্শ বালক উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা একাডেমীর শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। ৱ্যালিটি শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে শেষ হয়। ৱ্যালি শেষে শ্রীমন্ত টাউন হলে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, চুয়াডাঙ্গা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, ব্যারি আইসন, জেলা বাস-ট্রাক ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ও নিরাপদ সড়ক চাই’র চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক অ্যাড. আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ছেলে জয়সহ জেলার সকল গাড়িচালক। কোরআন থেকে তেলাওয়াত করেন ড্রাইভার সাচ্চু শেখ।
প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, যে জাতি সড়কের নিয়ম মেনে চলে তাকেই বলে সভ্য জাতি। পৃথিবীর অন্য দেশগুলোতে দুর্ঘটনার হার খুবই কম। কিন্তু আমাদের দেশে প্রতি ১০ হাজার গাড়িতে ৬৭ জন মানুষের মৃত্যু হয়। বিদেশে সড়ক আইন অমান্য করলে জরিমানা করা হয়। সারা পৃথিবীর মানুষ আমাদের দেশে আসতে ভয় পায়। চালকদের অদক্ষতা, খামখেয়ালিসহ নানাবিধ কারণে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। আমরা গাড়িতে উঠে ড্রাইভারকে তাড়াতাড়ি চালাতে বলি। সুতরাং আমরা পরোক্ষভাবে দুর্ঘটনার জন্য দায়ী। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এ বিষয়ে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, চুয়াডাঙ্গা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, ব্যারি আইসন, জেলা বাস-ট্রাক ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, নিরাপদ সড়ক চাই’র চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক অ্যাড. আলমগীর হোসেনসহ প্রমুখ।
অনুষ্ঠানে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অভিনীত নাটিকার ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয় এবং চালকদের করণীয় বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই’র চুয়াডাঙ্গা জেলা যুগ্ম আহ্বায়ক নুঝাত পারভীন ও সদস্য হিরন-উর রশিদ শান্ত।