কর ফাঁকিতে সহায়তায় কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার: সহকারী কর কমিশনার জাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতার সম্পদ বিবরণীতে প্রকৃত সম্পদ ও আয় না দেখিয়ে কর ফাঁকিতে সহায়তা করার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। গত রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সচিব এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান এ বরখাস্তের আদেশ দেন। জাহিদুল ইসলাম কর অঞ্চল-৫ এর ১০৩ সার্কেলের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) কর্মকর্তারা কর অঞ্চল-৫ এর ১০৩ নম্বর সার্কেল কার্যালয়ে হানা দেন। কোনো সরকারি দপ্তরে এটাই সিআইসি’র প্রথম অভিযান। অভিযানকালে তারা জাহিদুল ইসলামের অধীনে থাকা করদাতাদের কর নথিগুলো তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। সেখানে দেখা যায়, একশ’র বেশি করদাতার কর নথিতে সম্পদ ও আয় কম বা বেশি দেখানোতে সহায়তা করেছেন জাহিদুল ইসলাম। এর ফলে প্রকৃত কর থেকে বঞ্চিত হয় এনবিআর। এজন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫’র বিধি ১১ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা হিসেবে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।