মাথাভাঙ্গা মনিটর: কয়েকদিনের ছুটিতে নিজ গ্রামে আসার অনুভূতির সাথে নিজেকে হারিয়েও ভুলে যাননি আগামি দিনগুলিতে মাঠে আরও ভাল করার কথাটি। সেই সাথে নিজের লক্ষ্য কি এবং বাংলাদেশের ক্রিকেটকে কেমন ভাবে দেখতে চান তা নিয়েও কথা বললেন সাতক্ষীরার ক্রিকেট বিস্ময় মুস্তাফিজুর রহমান। বাবা-মার সাথে ঈদ করতে না পারার ব্যথাটা দূর করে এবার সবাইকে নিয়ে ঈদের আনন্দে মেতে উঠতেও চাইলেন তিনি। জেলার প্রত্যন্ত গ্রাম তেতুলিয়ার সেই বিস্ময় বালক যিনি দৈনিক ৮০ কিলোমিটার পথ মোটরবাইকে পাড়ি দিয়ে সাতক্ষীরায় কিছুদিন আগেও আসতেন প্রশিক্ষণ নিতে সেই মুস্তাফিজ এখন ক্রিকেট স্টার। চার মাস আগেও যেখানে খুব কম মানুষই তাকে চিনতো এখন সেই মুস্তাফিজকে সারাবিশ্ব চেনে। দক্ষিণ আফ্রিকার স্টেইন এজন্যই বলেছিলেন, আমি মুস্তাফিজের কাছ থেকে শিখছি।
উইকেট শিকারী, কাটার মাস্টার, সাতক্ষীরা এক্সপ্রেস, বিস্ময় বালক আর ভারত পাকিস্তান ও আফ্রিকা বধের নায়ক মুস্তাফিজ এখন সাতক্ষীরায়। এমন সব খেতাব পেয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে বললেন, খুব ভালো লাগছে। দোয়া করবেন ভবিষ্যতে যেন আরও ভালো করতে পারি। টেস্টকে যেন আরও এগিয়ে নিতে পারি।
যে মাঠে তিনি আসতেন ট্রেইনিং নিতে সেই মাঠেই স্টার হিসাবে আসা আর তার সাথে ক্রিকেট কোচ ও ভাই মোকলেছুর রহমান পল্টুকে পেয়ে আনন্দে আত্মহারা এই বালক। তার কোচ, সিলেকটর এবং জেলা ক্রীড়া সংস্থার সকলকেই জানালেন তার বিনম্র শ্রদ্ধার কথা। তিনি বলেন, সাতক্ষীরা জন্মস্থান তাই যেখানেই থাকি সেই মাটি আমাকে সব সময় ডাকে।
সেই সাথে ঈদে আসতে না পারার অক্ষমতাকে এবার বাবা মা ভাইবোন ও বন্ধু বান্ধব সবাইকে সাথে নিয়ে আনন্দে ভাসিয়ে দিতে চাইলেন তিনি। ক্রিকেটে সাতক্ষীরাকে আরও এগিয়ে নিতে চাওয়ার বাসনার কথা জানিয়ে মুস্তাফিজ বললেন, এখানে সৌম্য সরকার, রবিউল ইসলাম শিপলু আর আমিই শেষ নয় আরও ভালো ভালো ক্রিকেটার গড়ে উঠুক সবার সহায়তা নিয়ে।
বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যত খুবই উজ্জ্বল বলে জানালেন এই বাঁ হাতি বোলার। জেলাবাসীর পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক তাকে অনাড়ম্বর সংবর্ধনা জানাতে গিয়ে বললেন, মুস্তাফিজ শুধু সাতক্ষীরা কিংবা বাংলাদেশের নন, তিনি বিশ্ব ক্রিকেটের একজন কীর্তিমান খেলোয়াড়। শনিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউসে তিনি ফুল দিয়ে অভিনন্দন জানালেন মুস্তাফিজকে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এএসএম এহতেশামুল হক, এনডিসি আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজামউদ্দিন, কোচ মুফাচ্ছিনুল হক তপু ও আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।