মালিতে এক হোটেলে হামলায় নিহত ৬

 

মাথাভাঙ্গা মনিটর: মালির কেন্দ্রস্থলে অবস্থিত এক হোটেলে বন্দুকধারীদের হামলায় দুই সৈন্যসহ ছয়জন নিহত হয়েছেন। ওই হোটেলটি জাতিসংঘের শান্তিকর্মীরা ব্যবহার করতেন। হামলাকারীরা বেশ কয়েকজনকে জিম্মিও করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে। মালির রাজধানী বামাকো থেকে ৬০০ কিলোমিটার দূরে সেভারে শহরের বিবলস হোটেলে শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ইউক্রেনের এক নাগরিক ও এক রুশ। মিনুসমা নিহত শান্তিরক্ষীর নাম ও পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। সামরিক সূত্র জানায়, বন্দুকধারীরা শুক্রবার সকালে সেভারে শহরের বিবলস হোটেলে অতর্কিত হামলা চালিয়ে ঢুকে পড়ে। হোটেলটিতে বন্দুকধারীরা বেশ কয়েকজনকে জিম্মি করেছে।

সামরিক বাহিনী সূত্র ও স্থানীয় বাসিন্দারা বলেন, এটি হোটেল অবস্থানরত পশ্চিমা নাগরিকদের অপহরণ চেষ্টা বলে মনে হয়েছে।

Leave a comment