কুষ্টিয়া প্রতিনিধি: তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু একের পর এক ব্লগার হত্যা সর্ম্পকে বলেছেন, জামায়াত ইসলামের নাশকতা অর্ন্তঘাত দমনে সরকার যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে। সেই ব্যর্থতার কারণে জামায়াতে ইসলামী তারা ভিন্নরূপে নিরীহ মানুষের ওপর চোরাগোপ্তা হামলা করে বাংলাদেশে একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। জামায়াত ইসলামের একটা কুট কৌশল ব্লগার হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে অন্যখাতে নিয়ে যাওয়া। ব্লগার হত্যায় সরকারের দৃষ্টিভঙ্গীর ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, ব্লগার হত্যার নামে কার্যত তারা আসলে ভিন্নমত বা মতপ্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করতে চাচ্ছে। কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, ভিন্নমত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। পাকিস্তানি কায়দায় চোরাগোপ্তাভাবে এ আক্রমণ অমানবিক দাবি করে তথ্যমন্ত্রী আরো বলেন, এদের সাথে ধর্মের কোনো সর্ম্পক নেই, মানুষেরও সর্ম্পক নেই। এদের কঠোরভাবে দমন করা ছাড়া কোনো বিকল্প নেই।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের রাজনীতিকে অন্যদিকে সরানোর জন্য ইসলাম এবং ইসলামের বিপক্ষে একটা কাল্পনিক যুদ্ধ শুরু করার নামে তারা কতিপয় নিরীহ মানুষকে (ব্লগারদেরকে) হত্যা করছে। একই ঘটনা ঘটেছিলো পাকিস্তানির সময় তারা যুদ্ধে যখন পেরে উঠছিলো না, তখন সাধারণ মানুষের ওপর আক্রমণ করেছিলো, নারীদের গায়ে হাত দিয়েছিলো।
মন্ত্রী বলেন, আজ বেগম খালেদা জিয়া আগুন সন্ত্রাসে পরাজিত, জঙ্গিবাদীরা মার খেয়ে চলে গেছে, জামায়াতীরা বিধস্ত এরকম অবস্থায় তারা শেষ একটা আক্রমণ পরিচালনা করছেন নিরীহ জনগণের ওপর। তথ্যমন্ত্রী ব্লগার হত্যাকারীদেরকে ধরিয়ে দেয়াসহ এ ব্যাপারে সরকারের শক্ত অবস্থানকে ১৬ কোটি মানুষ সর্মথন দেবে এমনটা আশা করেন ।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগন বাগগাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে ওই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নারী জোটের কেন্দ্রীয় আহ্বায়ক আফরোজা আক্তার রীনা, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মিরপুর উপজেলার পাহাড়পুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুরূপ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।