নিষিদ্ধ পলিথিনে সয়লাব কার্পাসডাঙ্গা-কুড়ুলগাছি বাজার

 

কুড়ুলগাছি প্রতিনিধি: দেশকে পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষায় পলিথিন ব্যাগ বিরোধী অভিযান শুরু হলেও কার্পাসডাঙ্গা-কুড়ুলগাছি হাটবাজারে সয়লাব হয়ে গেছে নিষিদ্ধ পলিথিনে। সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য সামগ্রীর সাথে এ ব্যাগ ফ্রি দেয়া হচ্ছে। ফলে রাস্তাঘাট, নদী-নালা, ড্রেন ও মাটির গর্তে পলিথিনের আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে ভরাট এবং বন্ধ হচ্ছে ড্রেনের মুখ। সহজে পরিবহন করা যায় এবং দামে সস্তা হওয়ায় পলিথিনের ক্ষতিকর দিক বিবেচনা না করেই ব্যাপকহারে এর ব্যবহার শুরু হয়েছে। পলিথিন শপিং ব্যাগের ক্ষতিকারক বিষয়সমূহ বিবেচনা করে ২০০২ সালের ৮ এপ্রিল সরকারি সিদ্ধান্তে সকল প্রকার পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

দর্শনা সরকারি কলেজের সাবেক প্রফেসার আ. গফুর বলেন, পরিবেশ আমাদের বড় উপাদান অথচ পলিথিন পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এটি আমাদের জন্য দুর্যোগ ও দুর্ভোগ বয়ে আনছে। এটি সহজে পচে না, অপচনশীল উপাদান হিসেবে প্রকৃতিতে রয়ে যায় এবং পরিবেশের মারাত্মক দূষণ ঘটাতে থাকে। নিষিদ্ধ পলিথিন যে সমস্ত ব্যবসায়ীরা বিক্রি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য উপজেলা নির্বাহী অফিসারের আশুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

Leave a comment