দামুড়হুদা পারকৃষ্ণপুরের আ.লীগ নেতা ওয়াহেদ খন্দকার আর নেই

 

দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ওয়াহেদ খন্দকার আর নেই। গত শুক্রবার রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না——-রাজিউন)। পারকৃষ্ণপুর ব্রিজপাড়ার ওয়াহেদ খন্দকার শুক্রবার রাত ১২টার দিকে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে দ্রুত নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ৩টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার জোহর বাদ পারকৃষ্ণপুর ঈদগামাঠে ওয়াহেদ খন্দকারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আ.লীগ নেতা বরকত আলী, মুনতাজ আলী, ফরিদ আহম্মেদ, কিবরিয়া আজম, বিএনপি নেতা শফিউল্লাহ প্রমুখ।

Leave a comment