স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার বেলা এগারোটায় ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের ভিআইপি কক্ষে ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহমুদুর রহমান টিপুর সঞ্চালায় জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত নেতৃস্থানীয় সাংবাদিদের সাথে মতবিমিয় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল মাবুদ, প্রেসক্লাব সহসভাপতি আব্দুল হাই, যুগ্মসম্পাদক রবিউল ইসলাম রবি, ক্লাবের সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল চৌধুরী, আসিফ ইকবাল মাখন প্রমুখ। উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন কালিগঞ্জের গোলাম সরোয়ার, হরিণাকুণ্ডুর মাহবুব মুরশেদ শাহীন, সাইফুজ্জামান তাজু, শৈলকুপার শিহাব মল্লিক, শাহিন অকতার, কোটচাঁদপুরের নজরুল ইসলাম, মহেশপুরের লিটন মিয়া প্রমুখ। সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সিনিয়র সদস্য আজাদ রহমানের নামে হয়রানিমূলক মামলা দায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। এছাড়া জেলায় কর্মরত সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা দায়ের, পেশাগত দায়িত্ব পালনকালে হামলাসহ বিভিন্ন প্রকার অযথা হয়রানি বন্ধের প্রতিবাদে উপজেলায় উপজেলায় কর্মসূচি পালন শেষে আগামী ১২ আগস্ট বেলা এগারোটায় জেলা সদরে মানববন্ধন ও শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।