ঝিনাইদহে ৮ম পে-স্কেল কার্যকর করার দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ মানববন্ধন

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে একযোগে ৮ম পে-স্কেল কার্যকর করার দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসুচি পালন করেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এ উপলক্ষে জেলা শহরের পায়রা চত্বরে গতকাল শনিবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে জেলার ৬টি উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। এ সময় বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করা হয়। মানববন্ধনে জেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিকসহ বিভিন্ন শিক্ষক কর্মচারীরা বক্তব্য রাখেন। বক্তারা অনতিবিলম্বে তাদের দাবিকৃত ৮ম পে-স্কেল কার্যকর করার দাবি জানান। তা না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলেও জানান।

Leave a comment