গাংনী র‌্যাবের আলমডাঙ্গায় অভিযান :হেরোইনসহ স্টেশনপাড়ার আলো আটক

গাংনী প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনপাড়ায় অভিযান চালিয়ে আলো খাতুন (৩২) নামের এক নারী মাদকব্যবসায়ীকে ২৯০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের গাংনীস্থ র‌্যাব-৬ ক্যাম্পের একটি দল ওই অভিযান চালায়। আটক আলো খাতুন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনপাড়ার নসিমনচালক রুবেল হোসেনের স্ত্রী এবং এলাকার আলোচিত মাদকব্যবসায়ী বলে জানিয়েছেন র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি উৎপল রায়।

তিনি আরো জানান, হেরোইন বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল আলোর বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৯০ পুরিয়া হেরোইনসহ তাকে আটক করা হয়। আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আলোকে সোপর্দ করা হবে বলে জানান র‌্যাব কমান্ডার।

 

Leave a comment