গাংনীর শুকুরকান্দিতে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে গাছ ফেলে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খলিশাকুণ্ডি ব্রিজের অদূরে গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে সড়কের দু পাশের কয়েকটি গাছ কেটে রাস্তার ফেলে ডাকাতরা। এ সময় কুষ্টিয়া ও মেহেরপুরগামী ৩টি ট্রাক আটকে পড়ে। সম্ভাব্য বিপদ বুঝতে পেরে চালকরা গাছ ফেলা জায়গার অদূরে অবস্থান নেন। ডাকাতদলের কয়েকজন সদস্য ট্রাকে ডাকাতির চেষ্টার সময় পুলিশের দুটি দল ঘটনাস্থলের কাছাকাছি চলে যায়। এতে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, কারা সেখানে গাছ ফেলেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে কিছু ব্যক্তি বাড়াবাড়ি করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

Leave a comment