খালেদা জিয়ার সাথে সদ্য কারামুক্ত শামসুজ্জামান দুদুর সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সদ্য কারামুক্ত দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা ১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু জামিনে মুক্তি পেয়ে সাক্ষাৎ করেন। গতকাল শনিবার রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ স্বাক্ষাত করেন তিনি। এ সময় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেগম জিয়ার সাথে একান্ত আলাপচারিতা হয় বলেও জানা গেছে। এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা কেন্দ্রীয় করাগার পার্ট-২ (কাশিমপুর) থেকে ছয় মাসের বেশি সময় কারাভোগের পর অবশেষে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু জামিনে মুক্তি পান। ঢাকা কেন্দ্রীয় করাগার পার্ট-২ এর জেলার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখে বৃহস্পতিবারই আদেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরই তার মুক্তির পথ সুগম হয়।

সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। এ সময় দুদুর কাছে দলীয় প্রধান কারাগারে আটক দলের অন্য নেতাকর্মীদের খোঁজ খবর নেন তিনি। গতকাল শনিবার রাত ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুদু খালেদা জিয়ার সাথে দেখা করতে যান। এ সময় দলের যুগ্ম-মহাসচিব মো. শাহজাহানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেসউইঙের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সদ্য কারামুক্ত শামসুজ্জামানসহ চট্টগ্রাম জেলা দক্ষিণ বিএনপির সিনিয়র সহসভাপতি এনামুল হক এনামের নেতৃত্বে কারামুক্ত ১৫ জন, নেত্রকোনো জেলার মোহনগঞ্জ পৌরসভার বিএনপির সভাপতি ফজলুর রহমান মাসুমের নেতৃত্বে ৬ জন নেতাকর্মী খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি আরও জানান, দুদুর কাছে কারাগারে আটক বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন খালেদা জিয়া। এছাড়া দলের অন্য নেতাকর্মীদের অবস্থাও জানতে চান তিনি।

উল্লেখ্য, বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালে এ বছরের ১১ জানুয়ারি মিরপুর এলাকা থেকে দুদুকে গ্রেফতার করে পুলিশ।

Leave a comment