কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতায় বর্ণাঢ্য র্যালী ও গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় এলজিইডি ও নিরাপদ সড়ক চাই’র ব্যানারে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপস্থিতিতে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি থেকে র্যালীটি শুরু হয়ে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। পৌরসভার মজিবর রহমান অডিটোরিয়ামে গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, আন্দোলনের বেসিক বিষয় হলো সচেতনতা বাড়ানো। আমরা নিরাপদ সড়কের দাবিতে সরকারকে প্রতিনিয়ত চাপ দিচ্ছি। জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছি। নাটক-সিনেমা প্রদর্শন করছি, চালকদের মোটিভেশনাল ট্রেনিংসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। তবে এগুলোর ফল তখনই পাবো যখন সার্বিকভাবে সবাই সচেতন হবে। কারণ দুর্ঘটনার জন্য দেখছি সবাই চালকদের দোষারোপ করেন। আমি মনে করি সব দোষ চালকের নয়। এর সাথে জড়িত মালিকপক্ষও দায়ী। কারণ তারা একই চালককে দিয়ে দুটি ট্রিপ চালানোর ব্যবস্থা রাখেন। এতে করে চালকরা থাকেন ক্লান্ত। আর ক্লান্ত চালকের হাতে স্টিয়ারিং দিলে দুর্ঘটনা ঘটবেই। চালকদের দোষ দিলেই সমস্যার সমাধান হবে না। মালিকদের মানসিকতাও পরিবর্তন করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যতো মানুষ মারা যায়, পৃথিবীর কোনো দেশে এতো মানুষ মারা যায় না। আমাদের দেশে সড়ক-মহাসড়কে গাড়ীর মাধ্যমে ৫১জন মারা যায় এবং সড়কে চলাচল করতে গিয়ে পথচারীসহ ৪৯জন মারা যায়। আর তাই একতরফাভাবে চালকদের দোষারোপ করা ঠিক নয়। তাই গাড়ীর চালকসহ পথচারী ও জনসাধারণদের সতর্কতা অবলম্বন করতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডি যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক প্রমুখ।