কাল চুয়াডাঙ্গায় আসছেন বিকেএসপির খেলোয়াড় বাছাই টিম

 

ক্রীড়া প্রতিবেদক: কাল সোমবার সকালে চুয়াডাঙ্গায় আসছেন বিকেএসপির খেলোয়াড় বাছাই টিম। ১০ সদস্য বিশিষ্ট এ টিমের সদস্যরা ১৬টি ইভেন্টে মেধাসম্পন্ন খেলোয়াড় বাছাই করবেন এবং বাছাইকৃত খেলোয়াড়দের ১ম পর্যায়ে ১ মাস ও দ্বিতীয় পর্যায়ে ৪ মাসব্যাপী নিরবচ্ছিন্নভাবে নিবিড় প্রশিক্ষণ দেয়া হবে সম্পূর্ণ সরকারি খরচে। ৪ মাসের প্রশিক্ষণ শেষে বাছাইকৃত ২০০ জন খেলোয়াড়ের মধ্যে খেলা ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এ প্রতিযোগিতা বিকেএসপি সাভার ঢাকাতে অনষ্ঠিত হবে। প্রতিযোগিতা থেকে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের ৬ থেকে ৮ বছর মেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপির ভর্তিতে অগ্রাধিকার প্রদান করা হবে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার ৮ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকাদের আগামীকাল ১০ আগস্ট সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে দু কপি ছবি ও বয়স প্রমাণের সনদসহ হাজির থাকতে হবে। খেলোয়াড় বাছাইয়ের ইভেন্টগুলো হলো ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল, আর্চারি, জুডো, কারাতে, শুটিং, তায়কোয়ানডো, টেবিলটেনিস, ভলিবল, উশু, বক্সিং, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক ও সাঁতার।

Leave a comment