নতিপোতা ইউপি সদস্য বদরুলের বিরুদ্ধে দু প্রতিবন্ধীর ভাতা’র টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য বদরুল আলমের বিরুদ্ধে দু প্রতিবন্ধীর ভাতা’র টাকা কৌশলে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দু প্রতিবন্ধী ছুটিপুর গ্রামের মৃত ছবদুল শেখের ছেলে লিয়াকত আলী ফকির (৬৫) ও একই গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আবু তালেব বুড়ো এ অভিযোগ করেন।

ভুক্তভোগী প্রতিবন্ধী আবু তালেব বুড়ো জানান, ইউপি সদস্য বদরুল আমাদের সাথে নিয়ে তার মোটরসাইকেলযোগে গত রোববার ভাতা’র টাকা উত্তোলনের জন্য সোনালী ব্যাংক দামুড়হুদা শাখায় নিয়ে যান। টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে বদরুল মোটরসাইকেল থামিয়ে আবু তালেবের কাছ থেকে ২ হাজার টাকা অফিস খরচের নাম করে হাতিয়ে নেয়। অপর প্রতিবন্ধী লিয়াকত বলেন, ঠিক একই কায়দায় গত মঙ্গলবার আমার কাছ থেকে দু হাজার টাকা অফিস খরচের নাম করে হাতিয়ে নেয়। এ বিষয়ে নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, বিষয়টি আমাকে এলাকার অনেকে মোবাইলফোনে জানিয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। অসহায় মানুষের টাকা আত্মসাৎ করা জঘন্য অপরাধ। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। কিন্তু এ বিষয়ে ভুক্তভোগীদের কেউই লিখিতভাবে অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে সত্যতা যাচাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ দিকে প্রতিবন্ধী ভাতা গ্রহণকারী দুজনের কেউই প্রতিবন্ধী নই বলে এলাকাসূত্রে জানা গেছে। এ বিষয়টিও খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন এলাকাবাসী।