চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ আয়োজিত রবীন্দ্র স্মরণসভা ও প্রতিধ্বনি অনুষ্ঠিত

 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম মহপ্রায়াণ দিবস উপলক্ষে গতকাল বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে জেলা লেখক সংঘের রবীন্দ্র স্মরণসভা ও সাপ্তাহিক স্বরচিত সাহিত্যপাঠের আসর প্রতিধ্বনি অনুষ্ঠিত হয়। জেলা লেখক সংঘের সহ-সভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ। আলোচক ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক অ্যাড. তুহিন আহমেদ। রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন লেখক সংঘের সাধারণ সম্পাদক ময়নুল হাসান, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আবুল কাশেম মাস্টার ও ছড়াকার মো. আনছার আলী। পরে প্রতিধ্বনি অনুষ্ঠানে চিরায়ত সাহিত্য সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের ‘অমর পরিচয়’ কবিতাটি আবৃত্তি করেন বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী। স্বরচিত লেখা পাঠ করেন আ.ফ.ম সিরাজ শামজী, চিত্ত রঞ্জনসাহা চিতু, রব্বেল হোসেন, এস.এম. আয়ুব আলী, মিজানুর রহমান সুনু মোল্লা, শামীমা অখতার, হোসেন মোশারফ, ডা. কামরুজ্জামান, বিপু চৌধুরী, সবুজ রানা, সজিব মিলন, আশিকুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম, মো. জনি, গোলাম রহমান চৌধুরী, ফয়সাল আহমেদ, অশোক দত্ত, মো. রাজিব মাহতাব উদ্দিন, ওমর আলী মাস্টার, আহম্মেদ আলী, অ্যাড. তুহিন আহম্মেদ, আবুল কালাম আজাদ, ইদ্রিস মণ্ডল, আনছার আলী, ড. মো. আব্দুর রশিদ ময়নুল হাসান প্রমুখ। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন ড. মো. আব্দুর রশিদ, আবুল কাশেম মাস্টার, অ্যাড. তুহিন আহম্মেদ, ওমর আলী মাস্টার, ময়নুল হাসান, আনছার আলী ও আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসান।