৬০ রানে অলআউট অস্ট্রেলিয়ার অষ্টম সর্বনিম্ন স্কোর

 

মাথাভাঙ্গা মনিটর: নটিংহ্যামে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের টেস্ট ইতিহাসে অসিদের এটি অষ্টম সর্বনিম্ন স্কোর। নিজেদের সর্বনিম্ন রানে অলআউটের ক্ষেত্রে প্রথম দশটির মধ্যে নয়টিতেই ইংল্যান্ডের কাছেই গুটিয়েছে অস্ট্রেলিয়া।

গতকাল বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে ব্রডের বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে অজিরা। ইনিংসে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে। ইংল্যান্ডের বোলাররা অতিরিক্ত ১৪ রান না দিলে ৫০ রানের আগেই অলআউট হওয়ার লজ্জায় পড়তে হতো অস্ট্রেলিয়াকে। জনসন (১৩) এবং ক্লার্ক (১০) ছাড়া আর কেউই দু অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। স্টুয়ার্ড ব্রর্ডের বোলিং তোপে অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৮.৩ ওভার ব্যাট করে মাত্র ৬০ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। মাত্র দুইজন খেলোয়াড় দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। ইংল্যান্ডের পক্ষে ব্রড মাত্র ১৫ রান দিয়ে অস্ট্রেলিয়ার ৮ উইকেট তুলে নেন।

Leave a comment