মাদরাসা থেকে শিবির সভাপতিসহ আটক ১১৯

 

স্টাফ রিপোর্টার: খুলনায় একটি মাদরাসায় অভিযান চালিয়ে মহানগর শিবির সভাপতি মিম মিরাজ হুসাইনসহ ১১৯ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর বসুপাড়াস্থ সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় মাদরাসা থেকে ৯১টি জিহাদি বই উদ্ধারের দাবি করেছে পুলিশ। আটকদের মধ্যে অধিকাংশই মাদরাসার ছাত্র ও শিক্ষক। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মারুফ আহমেদ বলেন, মাদরাসার একটি কক্ষে গোপন বৈঠক করছিলো শিবিরের নেতারা এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। আটকদের মধ্যে খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি মিম মিরাজ হুসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং জামায়াত নেতা মাওলানা মুনিরুজ্জামানও রয়েছেন। থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটকদের দাবি, মাদরাসার নবীনবরণ অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়েছে।

Leave a comment