মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ফকনার

 

মাথাভাঙ্গা মনিটর: মাতাল অবস্থায় গাড়ি চালানোর অপরাধে শাস্তি পেলেন অস্ট্রেলিয়ান পেসার জেমস ফকনার। ব্রিটেনে দু বছর গাড়ি চালাতে পারবেন না তিনি। একই সাথে ১০ হাজার পাউন্ড জরিমানাও গুণতে হবে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা ফকনারকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে অলরাউন্ডার ফকনার নিজের দোষ স্বীকার করলে তাকে এই শাস্তি দেন বিচারক। গত ২ জুলাই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ছোট দুর্ঘটনাও ঘটান বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টারে বাস করা এই ক্রিকেটার। এরপরই ম্যানচেস্টার পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। ওই সময় তার রক্তে নির্ধারিত সীমার চেয়ে প্রায় তিন গুণ বেশি অ্যালকোহল পাওয়া যায়।

Leave a comment