পরিচয় না মেলায় বেওয়ারিশ হিসেবেই দাফন

রেলস্টেশন থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তির পর মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি। মধ্যবয়সী অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তির পরিচয় না মেলায় বেওয়ারিশ লাশ হিসেবে গতকাল বৃহস্পতিবার জান্নাতুল মওলা কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। আঞ্জুমান মফিদুল ইসলামের চুয়াডাঙ্গা কমিটির তত্ত্বাবধানে দাফন কাজ সম্পন্ন করা হয় বলে সংশ্লিষ্টসূত্র জানিয়েছে।

জানা গেছে, গত বুধবার বিকেলে চুয়াডাঙ্গা রেলস্টেশনের প্লাটফর্মের ওপর গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন মধ্যবয়সী এক ব্যাক্তি। মুখে ছোট ছোট হালকা কাঁচা-পাকা দাঁড়ি ছিলো। পরনে ছিলো নীল চেক লুঙ্গি। গায়ে ছিলো হাফ হাতা শার্ট। গায়ের রঙ ফর্সা। চুল ছোট করে কাটা। অসুস্থতার কারণ নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। তবে তার মুখ দিয়ে ঝরছিলো লালা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জিআরপি সদস্যরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করান। চিকিৎসার এক পর্যায়ে বিকেল ৫টার দিকে মারা যান তিনি। অজ্ঞান অবস্থায়ই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃত্যুর কারণে তার পরিচয় জানা সম্ভব হয়নি। গতকাল বুধবার সদর হাসপাতালমর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। লাশ কিছু সময় উম্মুক্ত স্থানে রাখা হয়। অনেকেই দেখতে ভিড় জমালেও তেমন কেউই মৃতদেহ দেখে শনাক্ত করতে পারেননি। ফলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হয়।

Leave a comment