জীবননগরে ভূমি উন্নয়ন কর নির্ধারণে জরিপ চলছে

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর নির্ধারণে জরিপ কাজ শুরু হয়েছে। উপজেলার উথলী, আন্দুলবাড়িয়া, রায়পুর, হাসাদাহ, বাঁকা ও সীমান্ত ইউনিয়ন এবং জীবননগর পৌরসভায় জরিপ কাজ শুরু হয়েছে। এ কর্মসূচিতে বাণিজ্যিক, আবাসিক, ধানি ও ডোবাসহ বিভিন্ন শ্রেণিতে ব্যবহার ভিত্তিক কর নির্ধারণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জীবননগর পৌর এলাকায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহতাব উদ্দিন বিশ্বাস, বাঁকা ইউনিয়নে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুর রশিদ, আন্দুলবাড়িয়া ইউনিয়নে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাদ আহাম্মদ ও উথলী ইউনিয়নে ইউনিয়ন ভূমি কর্মকর্তা জালাল উদ্দিন একরামের নেতৃত্বে এ জরিপ কাজ করা হচ্ছে। ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহতাব উদ্দিন বিশ্বাস জানান, বর্তমানে ভূমি ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ধানি ও ডোবা জমি ভরাট করে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। জরিপে ব্যবহার ভিত্তিক এমন জমি জরিপ করে কর নির্ধারণ করা হবে।

Leave a comment