জীবননগরের আন্দুলবাড়িয়ায় সংঘর্ষ : দু ভাই গ্রেফতার

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারে আদালতে বিচারাধীন বিরোধপৃর্ণ জমিকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাজারে মামাতো-ফুপাতো ভাইদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার সাথে জড়িত থাকায় দু সহোদরকে গ্রেফতার করেছে।

জানা গেছে, আন্দুলবাড়িয়া গ্রামের শেখ কেরামত আলীর ছেলে শেখ মোয়াজ্জেম হোসেন মন্টু ও মৃত কাজী আনোয়ার হোসেনের ছেলে ভাগ্নে কাজী নুরুল ইসলাম খোকন দিং সাথে বাজারের জমিজায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই মধ্যে মৃত কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে মনিরুল জমির মালিকানা দাবি করায় কাজী নুরুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীগণ বলছেন, গতকাল বৃহস্পতিবার সকালে শেখ মোয়াজ্জেম হোসেন মন্টুর ছেলে কার্ফা ও এশারত আলী তার ফুপাতো ভাই কাজী নুরুল ইসলাম খোকনের দোকান ঘরের সামনে মিস্ত্রি দিয়ে সংস্কার কাজ করাচ্ছিলেন। এ সময় খোকন ও তার ছেলে টোকন বাধা দিলে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নুরুল ইসলাম খোকন ও তার ছেলে টোকন রক্তাক্ত যখম হন। পুলিশ কার্ফা ও তার সহোদর এশারত আলীকে সন্ধ্যার দিকে গ্রেফতার করেছে।

Leave a comment