চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা রেলবাজার আলিয়া মাদরাসা চত্বরে অনুষ্ঠিত সভায় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক লোটনের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করেন জেলা কমিটির সভাপতি রউফুন নাহার রীনা। সভার প্রধান আলোচ্য বিষয় ছিলো ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে দেশের শারীরিক শিক্ষার শিক্ষকদের সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আগমন বিষয়ে। এ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলার শারীরিক শিক্ষার শিক্ষকদের যোগদান বিষয়ে জেলা কমিটির নেতৃবৃন্দ সকলকে আহ্বান জানান ও সম্মেলন বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়। সভায় বক্তারা সদ্য ঘোষিত পে-স্কেল বিষয়ে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতি বৈষম্য ও বিমাতাসুলভ আচরণের সমালোচনা করেন। অতিসত্ত্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে তাদের স্কেল বাস্তবায়ন করারও জোর দাবি জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দীন, সহকোষাধ্যক্ষ হাফিজুর রহমান, আলমডাঙ্গা উপজেলা কমিটির মোহাম্মদ আলী সিদ্দিক, সাধারণ সম্পাদক মনসুর আলী, মহসিন কামাল, শরিফুজ্জামান লাকী, দামুড়হুদা উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসানসহ জেলা কমিটির সদস্যগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম।

Leave a comment