চাঁদের অন্ধকার দিকের ছবি

মাথাভাঙ্গা মনিটর: চাঁদের অন্ধকার দিকের এক সম্পূর্ণ আলোকিত ছবিই সম্প্রতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি থেকে তোলা এ ছবিতে চাঁদের অন্য দিকের খুবই স্পষ্ট দৃশ্য দেখা গেছে। পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় সূর্য আর পৃথিবীর মাঝে থাকা চাঁদের এ ছবিটি তোলা হয়েছে। এতে সূর্যের আলোয় পৃথিবীর আলোকিত দিকটির ওপর চাঁদকে দেখা যাচ্ছে। শক্তিশালী স্যাটেলাইট ক্যামেরায় তোলা এই ছবি সম্প্রতি প্রকাশ করেছে নাসা। ১৬ জুলাই তোলা ছবিটিতে দেখা যায় প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উত্তর আমেরিকার দিকে যাচ্ছে চাঁদ। সূর্যের আলোয় চাঁদের পৃষ্ঠের ক্র্যাটার বা পানিহীন হ্রদের মতো গভীর গর্ত আর মারে মস্কোভিয়েনস নামের চাঁদের বিশাল সমতলভূমি স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এই ছবিতে। পৃথিবীর প্রায় ১৬ লাখ মাইল দূর থেকে এই ছবি তোলা হয়েছে। পৃথিবী থেকে আমরা কেবল চাঁদের একটি দিকই দেখতে পাই। কেননা পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের যে পরিমাণ সময় লাগে ওই একই সময়েই চাঁদ নিজের অক্ষে একটি পূর্ণ আবর্তন শেষ করে। ফলে চাঁদের অন্য দিকটির দেখা মেলে না পৃথিবী থেকে।