ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম নাগালের মধ্যে রাখুন

স্টাফ রিপোর্টার: ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা। একই সাথে তিনি সেবার মান নিশ্চিত করতেও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় সভাপতিত্বকালে একই সাথে গ্রাম পর্যায়ে ইন্টারনেট সংযোগ নিশ্চিতে যেসব প্রকল্প নেয়া হয়েছে সেগুলো দ্রুত শেষ করার নির্দেশনা দেন। তিনি উল্লেখ করেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন অনেকটাই সম্ভব হয়েছে।

বৈশ্বিক প্রযুক্তির অগ্রগতির সাথে সামঞ্জস্য রেখে দেশকে এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণকে সব ধরণের সরকারি সেবার সুফল পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তির বিকাশ যতো ঘটবে দেশে কর্মসংস্থান ততো বাড়বে। তথ্য প্রযুক্তিকে সাধারণের জন্য সহজলভ্য করাই ছিলো সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। ২০০৮ সালে সরকার গঠনের পর সর্বস্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে নেয়া হয় নানামুখী উদ্যোগ। গ্রামের সাধারণ মানুষসহ সবার জন্য প্রযুক্তি ব্যবহার ও এর সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, এক কথায় আমরা ডিজিটাল বাংলাদেশ করেই ফেলেছি। এখন দরকার এর ব্যবহার আরো সম্প্রসারিত করা, এর ব্যবহার আরো বাড়ানো। এ জন্য প্রত্যেক জেলায় আমরা হাইটেক পার্ক নির্মাণের চেষ্টা করছি। এর ফলে দেশে কর্মসংস্থানও হচ্ছে।