স্টাফ রিপোর্টার: জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা ও শিক্ষক নিয়োগ কার্যক্রম অস্থায়ী ও অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে বাদী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন। শিক্ষক নিয়োগ কার্যক্রমের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞার আদেশ দেয়া হবে না ১৫ দিনের মধ্যে তার কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদলত। বিদ্যালয়ের অভিভাবক সদস্য মির্জা হাসিবুর রহমান পান্নু গত বুধবার জীবননগর সহকারী জজ আদালতে এ নালিশি পিটিশন দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার সমন জারিকারক নোটিশ জারি করতে গেলে বিবাদীগণ নোটিশ গ্রহন করেননি বলে জানা গেছে। অভিযোগপত্রে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর মকলেচুর রহমান টজো ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদস্য সচিবকে বিবাদী করা হয়েছে।