মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিষমুক্ত শাক-সবজি ও ফলমূল উৎপাদন শীর্ষক স্যোশাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মূখ্যসচিব আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিষমুক্ত শাক-সবজি ও ফলমূল উৎপাদনের লক্ষ্যে দিক নির্দেশনা দেন। জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, উদ্যানতত্ত্ববিদ জাহিদুল আমিন, প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খাঁ, সাংবাদিক রফিক-উল আলমসহ এলাকার চাষিরা ওই সংলাপে অংশ নেন।