মেহেরপুরে ফেনসিডিলসহ দু কিশোর আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের ডিবি পুলিশ ৬ বোতল ফেনসিডিলসহ দু কিশোরকে আটক করেছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার নূরপুর মোড়ে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদের আটকসহ ফেনসিডিল উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই জালালউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার নূরপুর গ্রামের চার রাস্তার মোড়ে অবস্থান নেয়। ওই সময় আট কবর থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে পুলিশ এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফেনসিডিল ব্যবসায়ী ইউসুফ আলী (১৩) ও একই গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে আজিজুল হককে (১৪) গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের দেহ তল্লাশি করে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ডিবির এসআই জালালউদ্দিন জানান, তাদের নিয়মিত মামলায় সোপর্দ দেয়া হবে।

Leave a comment