দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে মাদকপাচারকারীর ৬ মাসের জেল

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিজিবির হাতে আটক হারুন (৩৫) নামের এক মাদকপাচারকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত মাদকপাচারকারী দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের বাদশার ছেলে।

বিজিবি জানায়, গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বর্ডারগার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ি বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মোরসেদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বুইচিতলা মাঠ থেকে হারুনকে ঘাস ভর্তি বস্তাসহ আটক করেন। আটকের পর হারুনের ঘাসের বস্তার মধ্যে থেকে ভারতীয় ১১ বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করেন। পরে বিকেল ৩টার দিকে মদসহ হারুনকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেয়া হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত মাদকপাচারকারী হারুনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন।