গ্রীষ্মকালীন বিশেষ বিশ্ব অলিম্পিকে বাংলাদেশের ১৮টি স্বর্ণ পদক জয়

 

মাথাভাঙ্গা মনিটর: ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন বিশেষ বিশ্ব অলিম্পিকে বাংলাদেশ ১৮টি স্বর্ণ পদক অর্জন করেছে। গত রোববার এ বিশেষ অলিম্পিক শেষ হলো। গত ২৫ জুলাই এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা। বাংলাদেশসহ বিশ্বের ১৬৫টি দেশের ৬৩২১ জন খেলোয়াড় এ অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নেন। অলিম্পিকে সর্বমোট ২৫টি ইভেন্টের মধ্যে বাংলাদেশের ৫৪ জন প্রতিযোগী ৬টি ইভেন্টে অংশগ্রহণ করেন। গত ২৬ জুলাই ১০০ মিটার সাঁতারে প্রথম স্বর্ণ পদক লাভ করেন পারুল আখতার। এরপর লংজাম্প, শর্টপুট এবং রিলে দৌড়ে ৬টি, ব্যাডমিন্টনে ৬টি, বুসিতে ৩টি, টেবিল টেনিসে ২টি এবং সাঁতারে ১টি স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশের খেলোয়াড়রা। গত রোববার সমাপনী অনুষ্ঠানের আগ পর্যন্ত বাংলাদেশ কৃতিত্বের সাথে একে একে মোট ১৮টি স্বর্ণ, ২২টি রৌপ্য এবং ১১টি ব্রোঞ্জ পদক লাভ করেন।