গ্যাটকো দুর্নীতি মামলা : আবেদন খারিজ : দু মাসের মধ্যে আত্মসমর্পণের আদেশ

 

স্টাফ রিপোর্টার: গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৃথক দুইটি রিটে আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে বিচার কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মোহম্মদ নুরুজ্জামান ও বিচারপতি মোহম্মদ আব্দুর রবের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেছেন, রায়ের সার্টিফাইড কপি নিম্ন আদালতে যাওয়ার দু মাসের মধ্যে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হবে। ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতির মামলা দায়ের করে দুদক। পরে তদন্ত শেষে খালেদা জিয়া ও তার পুত্র আরাফাত রহমান কোকোসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত ও দুদকের অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে পৃথক দুটি আবেদন দায়ের করেন। ওই আবেদনের ওপর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে।

Leave a comment