স্টাফ রিপোর্টার: সাফল্য পাওয়ার স্বপ্ন নিয়ে এশিয়ান ফুটবল ফিয়েস্তায় খেলতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। আজ বুধবার দক্ষিণ কোরিয়ার পথে রওনা দেবে ফুটবল দল। সেভেন-এ-সাইডের এ আসর বৃহস্পতিবার শুরু হয়ে শেষ হবে ১১ অগাস্টে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভালো কিছু পাওয়ার স্বপ্ন নিয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা বলেন দলের অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান ও কোচ মোস্তফা আনোয়ার পারভেজ। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের সেরাটা মাঠে দেওয়ার কথা শিষ্যদের সংবাদ সম্মেলনেই নতুন করে মনে করিয়ে দেন কোচ।