মেহেরপুরের ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর জেল-জরিমানা

মেহেরপুর অফিস: মেহেরপুরে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে গতকাল মঙ্গলবার জেল-জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বর্ডারপাড়ার আরোজ আলীর ছেলে সামিদুল ইসলাম (২৪), দক্ষিণ শালিকা গ্রামের কিতাব আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪২) ও রঘুনাথপুর আশ্রয়ন প্রকল্পের মৃত সিরাজের ছেলে আমিরুল ইসলাম (৫০)।

জানা যায়, মেহেরপুর ডিবি পুলিশের এসআই জালালউদ্দিনের নেতৃত্বে পুলিশ সকাল ৯টার দিকে শালিকা গ্রামের কবরস্থানের নিকট থেকে দক্ষিণ শালিকা গ্রামের জিয়ারুল ইসলামকে ৫ গ্রাম গাঁজাসহ আটক করে। একই দিন সকাল পৌঁনে ১০টার দিকে তিনি মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে বুড়িপোতা গ্রামের বর্ডারপাড়ার সামিদুল ইসলামকে ৫ পুরিয়া গাঁজাসহ আটক করেন। দুপুরে তাদেরকে মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামানের আদালতের হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদকসেবী সামিদুল ইসলামকে এক বছরের ও জিয়ারুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

একই দিন বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রাদাস রঘুনাথপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মাদকসেবী আমিরুল ইসলামকে দু হাজার টাকা জরিমানা করেন। এর আগে মেহেরপুর পুলিশ গত সোমবার রাত দেড়টার দিকে আমিরুল ইসলামকে ১০ গ্রাম গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করে।

Leave a comment