বৃষ্টির পর ভ্যপসা গরম : হৃদরোগে আক্রান্ত হয়ে মধ্যবয়সী নারীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: কয়েক দিনের বিরামহীন বৃষ্টির পর চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরম শুরু হয়েছে। এ গরমকে অনেকেই ভাদ্রের ভ্যপসা গরম বলে আখ্যা দিয়ে বলেছে, অসহনীয় এ গরমে অনেকেই দেদারছে ঘেমে অসুস্থ হয়ে পড়ছেন। গতরাত ১০টার দিকে ভ্যাপসা গরমের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ৫২ বছরবয়সী আছিয়া বেগম। তিনি নূর আলীর স্ত্রী। আজ বুধবার সকাল ১০টায় দাফন কাজ সম্পন্ন করা হবে। গতকাল চুয়াডাঙ্গায় আবহাওয়া অধিদফতর সর্বোচ্চ ৩৩ দশমিক ৯ ও সর্বনিম্ন ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।