প্রাচীন ব্যবস্থাপনা ভূমির সকল কার্যক্রম নিষ্ঠার সাথে করতে হবে

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিদায় সংবর্ধনাকালে সদর ইউএনও

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদিউজ্জামানের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলা ভূমি কর্মকর্তাদের উদ্যোগে ভূমি কার্যালয়ের মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান (ভূমি) জাহিদুল ইসলাম ও নাজির মুসলিমা খাতুন। উপস্থিত ছিলেন অফিস সহকারী শফিকুর রহমান, ইউসিএও আশরাফুল ইসলামসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান বলেন, ভূমি ব্যবস্থাপনা একটি প্রাচীন ও সনাতন ব্যবস্থাপনা। ওই ব্যবস্থাপনায় কর্যক্রম চালাতে গিয়ে অনেক সময় লাঞ্ছিত হতে হয়। তবুও ভূমি কর্মকর্তাগণ নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন। এজন্য তাদের আমি ধন্যবাদ জানাই। সরকারি চাকরি করতে গেলে এক স্টেশন থেকে অন্য স্টেশনে বদলি হতে হয় আর এটাই স্বাভাবিক। কিন্তু সেখানেই যান আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।

বিদায়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদিউজ্জামান বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় দায়িত্ব পালন করে আমি নিজেকে ধন্য মনে করি। এখানকার কর্মকর্তা ও কর্মচারীরা অনেক বড় মনের অধিকারী। আমি দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি। আমার কোনো কর্মকাণ্ডে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন।

আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান (ভূমি) জাহিদুল ইসলাম, নাজির মুসলিমা খাতুন, অফিস সহকারী শফিকুর রহমান, ইউসিএও আশরাফুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএলএও বজলুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউএলএও আতিকুল ইসলাম।

Leave a comment