দামুড়হুদায় ফেনসিডিল পাচারকারী মহিলা আটক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ২০ বোতল ফেনসিডিলসহ আম্বিয়া খাতুন (৩০) নামের এক মহিলা ফেনসিডিল পাচারকারীকে আটক করেছে পুলিশ। সে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনির মধ্য থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ওই ২০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় এসআই মনির বাদী হয়ে ওই মহিলার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a comment