ঝিনাইদহে মহাসড়কে অবৈধ যান চলাচলে আদালতে নিষেধাজ্ঞা ও পুলিশি হয়রানির প্রতিবাদে উপজেলা পরিষদ ঘেরাও

ঝিনাইদহ প্রতিনিধি: মহাসড়কে ইজিবাইক, নসিমন, করিমন চলাচলে আদালতে নিষেধাজ্ঞা ও পুলিশি হয়রানির প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন চালক ও মালিকরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে ইজিবাইক, নসিমন, করিমন মালিক ও চালকরা মেন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ ঘেরাও করে নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার নিকট মহাসড়কে চলাচলের আবেদন জানান। এ সময় বক্তব্য রাখেন- ইজিবাইক মালিক নেতা আলী হোসেন অপু ও রাজু আহমেদ।

Leave a comment