জীবননগরে যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগ চরমে

 

জীবননগর ব্যুরো: জীবননগর বাসস্ট্যান্ডে কোনো যাত্রী ছাউনি না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। উপজেলা সদর থেকে অভ্যন্তরীণ ৪টি সড়কে বাস, সিএনজি, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু ওই সব যানবাহনে যাত্রী ওঠানামা করার জন্য নির্ধারিত কোনো স্ট্যান্ড নেই। ফলে উপজেলা চৌরাস্তা মোড়ের বিভিন্ন যায়গায় বিক্ষিপ্তভাবে বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা করানো হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তি ও পথচারীদের যানজটসহ নানা দুর্ভোগে পড়তে হচ্ছে। বিভিন্ন স্থানে যাতায়াতের পথে বের হওয়া এসব মানুষ যানবাহনের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন। যাত্রী ছাউনি না থাকায় খোলা আকাশের নিচে রোদে ও বৃষ্টিতে ভিজে যাত্রীদের অপেক্ষা করতে হয়। নারী ও শিশু যাত্রীদের সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। বিশেষ করে গণশৌচাগার না থাকায় যাত্রীদের চরম বিড়াম্বনায় পড়তে হয়। ভুক্তভোগী মহল জরুরিভিত্তিতে যাত্রী ছাউনি নির্মাণ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।