চুয়াডাঙ্গায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউসনুসের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে চুয়াডাঙ্গায় গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অ্যাড. সামশুজ্জোহা, সিভিল সার্জন আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের প্রধান কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা দিবসের কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন।

Leave a comment