বিষমুক্ত সবজি ও কলা বাজারজাত করা না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় হবে
বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বদরগঞ্জে বিষমুক্ত বিভিন্ন শাক-সবজি ফল উৎপাদন এবং বাজারজাতকরণে এলাকার কৃষক এবং ব্যবয়াসীদের উদ্বুব্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বদরগঞ্জ বাকি বিল্লআহ কামিল মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। এ সময় তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, কলা ও শাক-সবজি ফলমূলে রাসায়নিক বিষ প্রয়োগ করা কাঁচা পাকা ফল খেলে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। কলা উৎপাদনকারী এবং ব্যবয়াসী আছেন তাদেরকে বলছি কোনো প্রকার শাক-সবজি কলায় বিষ মেশানোর কাজ থেকে বিরত থাকবেন। আপনারা জানেন না বিষযুক্ত যেকোনো শাক-সবজি, পাকা কলা খেলে কিডনি লিভার ক্যান্সার অ্যালার্জি রোগ আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ধাবিত হতে পারে। উৎপাদনকারী কৃষক ও ব্যবসায়ীদের নিকট এর ক্ষতিকর দিক তুলে ধরেন এবং প্রচারণা করার জন্য ইউপি চেয়ারম্যান এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানান। তিনি সকল কলাব্যবসায়ী ও কৃষদের হুঁশিয়ারি করে বলেন, যদি আপনারা রাসায়নিক কেমিকেল মেশানো কলা, শাক-সবজি বাজারজাত করেন তাহলে আপনাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক নির্মল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোতারেব। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক রফিউদ্দিন আহমেদ, ডা. আব্দুর রহমান, হালসা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সমাজসেবক আব্দুল মান্নান, বদরগঞ্জ মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল জলিল হাওলাদার, বদরগঞ্জ বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজি আবু বকর সিদ্দকী, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ, কলাব্যবসায়ী আব্দুল কুদ্দুস মিয়া, কৃষক জিয়াউর রহমান, মৎস্যচাষি আব্দুল মজিদ মিয়া ও সবজি কৃষক মোশারফ হোসেন। বিষমুক্ত ফল ও শাকসবজি বাজারজাতকরণের ওপর বক্তব্য রাখেন বদগঞ্জ বাজারের ব্যবসায়ী তারিকুজ্জামান লাল্টু। উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন কৃষি সহকারী অফিসার আব্দুল ওহেদ, মোস্তাফিজুর রহমান, তারিকুউজ্জামান, রাসেল আহমেদ, শুম্ভুনগর পুলিশ ক্যাম্পের আইসি মফিজুর রহমান, সিঁন্দুরিয়া পুলিশ ক্যাম্পের আইসি কাজি বায়োজিদ, সাইফুল ইসলাম স্বপন, এএস আশিফ মিয়া, কুতুবপুর ইউপি সচিব হাফিজুর রহমান,প্যালেন চেয়ারম্যন মোমিনুল ইসলাম, মেম্বার মাহাবুবুর রহমান মোল্লা, মহাসিন আলী, মকলেসুর রহমান, আকবার মণ্ডল, সংরক্ষিত সদস্যা রিনা পারভীন, হাসিনা খাতুন ও মালেকা পারভীন। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ও পরিচালনায় ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।