আগুনে পুড়ে কুলপালার কিশোরী সুমি মৃত্যুশয্যায়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কুলপালা গ্রামের সুমী খাতুন (১৩) আগুনে পড়ে দগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে আগুনে পড়ে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কারুল জামানের মেয়ে। পরিবারের সদস্যরা বলেছেন, সুমি খাতুন এমনিতেই অসুস্থ। মৃগী ব্যারামে আক্রান্ত। রান্নার কাছে গেলে আকস্মিক চুলায় পড়ে আগ্নিদগ্ধ হয় সে। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, সুমির শরীরের ৭৫ শতাংশ ঝলসে গেছে। অবস্থা আশঙ্কাজনক।

Leave a comment