সড়ক দুর্ঘটনারোধে ব্যক্তি সচেতনতা প্রয়োজন

ঝিনাইদহে জনসচেতনতামূলক কর্মশালা ইলিয়াস কাঞ্চন

 

শিপলু জামান: সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক দুর্ঘটনারোধে ব্যক্তি সচেতনতা প্রয়োজন। তাই স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এলজিইডির সাসটেইনেবল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ও ‘নিরাপদ সড়ক চাই’ নিসচা’র উদ্যোগে ডা. কে আহমদ কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার সকালে জনসচেতনতামূলক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইলিয়াস কাঞ্চন আরো বলেন, গাড়ীচালকদের দক্ষতার পাশাপাশি তাদের একটুখানি সতর্কতা ও সচেতনতায় সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তবে শুধু চালকদের দক্ষ ও সচেতন হলেই হবে না, পথচারী, যাত্রী সাধারণ সর্বোপরি সাধারণ জনগণেরও সচেতন হতে হবে।

সভার আগে নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ পার্ক থেকে ৱ্যালি বের হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনাসভায় ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পুলিশ সুপার আলতাফ হোসেন, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাকিব-উল-আলম ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু। এসব কর্মসূচীতে ঝিনাইদহের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গাড়িচালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a comment