দামুড়হুদার জগন্নাথপুর আটকবরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রস্তুতি অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় দামুড়হুদার জগন্নাথপুর আটকবর কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দামুড়হুদা জগন্নাথপুর গ্রামের আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি ছিলেন নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, আসাদুল ইসলাম, আব্দুল মালেক, আব্দুল হালিম ও ইন্নাল হকসহ দলীয় নেতাকর্মীরা।

সভায় ৫ আগস্ট বুধবার সকাল ন’টায় জাতীয় পতাকা উত্তোলন, আটকবর স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু বলেন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য মুক্তিযোদ্ধাসহ সকলকে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Leave a comment