ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের তিন শতাধিক পরিবার পানি বন্দি অবস্থায় রয়েছে। গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে এসব বাড়িতে পানি জমে আছে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের মাঝপাড়ার প্রায় ১শ বাড়ি টানা ভারী বর্ষণে হাঁটু পর্যন্ত পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব বাড়ির মানুষজন গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে পড়েছে। মানুষজনকে রাস্তায় যেতে হলে পানির মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। মাটির ঘরবাড়িগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে। অবিলম্বে পানি নিষ্কাশনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পানি বন্দি পরিবারগুলো।