জীবননগর ব্যুরো: জীবননগর শাপলাকলিপাড়া থেকে স্কুলছাত্র নিরুদ্দেশ হয়েছে। গতকাল সোমবার সকালে মুস্তকিম মাহবুব অরুপ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি। সে শাপলাকলি আদর্শ মাধ্যমিক ৭ম শ্রেণির বিদ্যালয়ের ছাত্র।
অরুপের পিতা আমিনুজ্জামান জানান, লেখাপড়া করা নিয়ে রোববার রাতে অরুপকে বকাঝকা করা হয়। অভিমান করে সে গতকাল বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর সে রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। সে কোনো আত্মীয়স্বজনের বাড়ি পর্যন্ত চেনে বলে তিনি জানিয়েছেন। নিরুদ্দেশ অরুপের কোনো সন্ধান পেলে ০১৭৪৫-৩৭৯৭৯৮ মোবাইল নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।