জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি প্রবীণ দলিল লেখক খয়েরহুদা গ্রামের গোলাম সরোয়ার মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজেউন)। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আছর খয়েরহুদা ঈদগাঁ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে দৌলৎগঞ্জ বাজার কমিটির সভাপতি সাংবাদিক এমআর বাবু, জীবননগর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, নির্বাহী সদস্য আকিমুল ইসলাম, বাহাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।