স্টাফ রিপোর্টার: দক্ষিণ আফ্রিকা সিরিজে বাজছে বিদায় ঘণ্টা। এর মধ্যেই বেজে গেলো অস্ট্রেলিয়া সিরিজের দামামা। আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই মুহূর্তে টেস্ট ৱ্যাঙ্কিঙের দ্বিতীয় স্থানে থাকা দলটি বাংলাদেশে খেলবে ২ টেস্টের সিরিজ। গতকাল রোববার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা করে বিসিবি। মাত্র ২ টেস্টের সিরিজ হলেও অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করবে তিন সপ্তার বেশি। বাংলাদেশে এসে চার দিন অনুশীলনের পর প্রথম ম্যাচ খেলবে তারা। ৩ অক্টোবর থেকে তারা ফতুল্লায় তিন দিনের গা গরমের ম্যাচটি খেলবে বিসিবি একাদশের বিপক্ষে।
প্রথম টেস্ট ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ অক্টোবর শুরু হবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ অক্টোবর। ২২ অক্টোবর বাংলাদেশ ছাড়ার কথা অস্ট্রেলিয়ার। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সবশেষ বাংলাদেশে এসেছিলো ২০১১ বিশ্বকাপের ঠিক পরই। তবে সেবার খেলেছিলো স্রেফ তিনটি ওয়ানডে। বাংলাদেশে টেস্ট সিরিজ খেলেছে তারা আগে মাত্র একবারই ২০০৬ সালে।