মোটরসাইকেল চোর সন্দেহে মেহেরপুরে আটক ১

মেহেরপুর অফিস: মোটরসাইকেল চুরির সন্দেহভাজন আরমান (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে মেহেরপুর পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার শনিবার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ক্যাম্পে।
পুলিশ জানায়, মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল হান্নানের ঘরজামাই আরমান। গত শুক্রবার রাতে গ্রিল কেটে পিরোজপুর গ্রামের শামীম আলী মাস্টারের একটি মোটরসাইকেল চুরি হয়। গ্রামের লোকজন আরমানকে সন্দেহ করেন। পুলিশের অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার নামে বিকেলে গ্রামবাসী কৌশলে আরমানকে পিরোজপুর পুলিশ ক্যাম্পে নেয় এবং আমরানকে আটক করে। শনিবার রাতেই আরমানকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করছে।
এদিকে আটকের খবর পেয়ে মেহেরপুর এমপি মোটরসের পক্ষ থেকে আরমানের বিরুদ্ধে মোটরসাইকেল বিক্রি বাবদ ৬২ হাজার টাকা পাবে বলে অভিযোগ দাখিল করা হয়েছে। আরো বলা হয়েছে আরমান এমপি মোটরস থেকে কিস্তিতে নেয়া একটি মোটরসাইকেল অন্যত্র বিক্রি করেছে বলে অভিযোগ করেছেন। আটক আরমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তালশারী গ্রামের মৃত রমেজউদ্দিন খানের ছেলে।