ব্রাজিলে ফিরেই জেতালেন রোনালদিনহো

মাথাভাঙ্গা মনিটর: নিজের ছায়া হয়ে থাকা রোনালদিনহো চেনা আঙিনায় ফিরেই আলো ছড়ালেন। ব্রাজিলের এ ফরোয়ার্ডের নৈপুণ্যে ফ্লুমিনেসেও জয় নিয়ে মাঠ ছেড়েছে। মারাকানা স্টেডিয়ামে গত শনিবার গ্রেমিওকে ১-০ গোলে হারায় ফ্লুমিনেসে। জয় এনে দেয়া মার্কোস জুনিয়রের গোলের নেপথ্যের নায়ক ছিলেন রোনালদিনহো।

গত বছরের শেষ দিকে মেক্সিকোর প্রথম বিভাগের দল কেরেতারোয় নাম লেখান রোনালদিনহো। তবে মেক্সিকোয় সফল হতে পারেননি বার্সেলোনার এ সাবেক ফরোয়ার্ড। গত জুনে তিনি কেরেতারোকে বিদায় বলে দেন তিনি। নিজের সেরা সময়টা পেছনে ফেলে আসা রোনালদিনহো গ্রেমিওর বিপক্ষে ম্যাচের পর টিভিকে দেয়া সাক্ষাৎকারে জানান, গত জুনের পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ভালো করতে পেরে দারুণ খুশি তিনি। জয় দিয়ে শুরুটা ছিলো গুরুত্বপূর্ণ। আমি উচ্ছ্বসিত; এখন আমার শুধু কাজটা চালিয়ে যাওয়া দরকার। ধারণা করা হয়েছিলো, ম্যাচে ৪৫ মিনিট খেলবেন ৩৫ বছর বয়সী রোনালদিনিয়ো। তবে পুরো নব্বই মিনিটই খেলেন ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জেতা এ ফরোয়ার্ড।

গ্রেমিওর বিপক্ষে ম্যাচে অনেক ভুল পাসও দিয়েছেন রোনালদিনিয়ো। তবে ৭৬তম মিনিটে সতীর্থকে তার গোলের পথ তৈরি করে দেয়াটা গ্যালারিতে থাকা ৩৩ হাজার ফুটবলপ্রেমীদের যথেষ্ট আনন্দ দিয়েছে।