মাথাভাঙ্গা মনিটর: নিউজিল্যান্ডের দেয়া রানের পাহাড় টপকে সফরকারীদের হেসে খেলে হারালো স্বাগতিক জিম্বাবুয়ে। গতকাল রোববার হারারেতে নিউজিল্যান্ডের দেয়া ৩০৪ রানের টার্গেট স্বাগতিকরা জিতেছে ৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই। হারারের স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে রস টেইলরের শতকে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৩ রানের পাহাড় সমান টার্গেট দেয় ব্লাক ক্যাপসরা। টেইলর ১১২ রান করে অপরাজিত থাকেন।
এছাড়া উইলিয়ামসন ৯৭ এবং এলিয়ট ৪৩ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে পানিয়াঙ্গারা ২টি উইকেট লাভ করেন। ৩০৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আরভিনের অপরাজিত ১৩০ রানের ইনিংসের ওপর ভর করে ৭ উইকেটে জয় পায় জিম্বাবুয়ে। এছাড়া মাসাকাদজা ৮৪ এবং চিবাবা ৪২ রান করেন। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল জিম্বাবুয়ে।